শূন্য রানেই ১০ উইকেট, বোলিং ফিগার হলো- ৪-৪-০-৪!

শূন্য রানেই ১০ উইকেট, বোলিং ফিগার হলো- ৪-৪-০-৪!

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি মানেই ধুমধাড়াক্কা চার-ছক্বার খেলা। ব্যাটসম্যানদের খেলাতেই অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন আকাশ চৌধুরী। রাজস্থানের ১৫ বছর বয়সী এই তরুণ কোনো রান না দিয়েই ১০ উইকেট তুলে নিয়েছেন। অবিশ্বাস্য হলেও এটিই সত্য!

টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার ভাওয়ার সিং টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিশা ক্রিকেট একাডেমির হয়ে পার্ল একাডেমির বিপক্ষে এই কীর্তি গড়েন আকাশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রান সংগ্রহ করে দিশা একাডেমি। জবাবে ব্যাটিংয়ে নেমে আকাশের অবিশ্বাস্য কীর্তির দিনে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় পার্ল একাডেমি।

৪ ওভার বোলিং করে চারটি ওভারেই মেডেন নেন আকাশ। কোনো রান না দিয়ে তুলে নেন প্রতিপক্ষে সব কয়টি উইকেট। প্রথম তিন ওভারে দুটি করে ছয়টি উইকেট নেন আকাশ। এরপর নিজের ব্যক্তিগত শেষ ওভারে নেন ৪ উইকেট। সবমিলিয়ে তার বোলিং ফিগার হলো- ৪-৪-০-৪!

Post a Comment

Previous Post Next Post