মিসবাহ উদ্দিন: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( ইউনেস্কো) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল ( ওয়ার্ল্ডস ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার সরকারী কলেজ শাখা (পল্লব গ্রুপ) এর উদ্যোগে আনন্দ মিছিল ৭ নভেম্বর ( মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়েছে।
মিছিলটি প্রসাশনিক ভবন থেকে পদক্ষিন করে ব্যবস্থাপনা বিভাগের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ, রুবেল আহমদ, জিবলু আহমেদ, ছাদেক আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা জাফর আহমদ, রায়হান আহমেদ, রাফিদ সানি, প্রমুখ
