মৃত পোষা প্রাণী দিয়ে ড্রোন!

মৃত পোষা প্রাণী দিয়ে ড্রোন!


অনলাইন ডেস্কঃ পোষা প্রাণী পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। আজকাল শখের বশে অনেকে বাড়িতে কুকুর, বিড়াল ও খরগোশ পুষে থাকেন। আর অনেককে দেখা যায় বাড়ির বারান্দা ও ছাদে খাঁচার মধ্যে পাখি পোষেন। কেমন লাগে, যখন আপনার প্রিয় পোষা প্রাণীটি মারা যায়? অবশ্যই এটা সুখকর কোনো খবর না।

ডাচ শিল্পী বার্ট জানসেন মৃত পোষা প্রাণীদের নিয়ে একটি উদ্ভট কাজ করে ফেলেছেন। কি সেটা জানেন? মৃত পোষা প্রাণীর মধ্যে চালু হবে ড্রোন। নেদারল্যান্ডের এ মানুষটি উদ্ভট এই প্রজেক্টটি শুরু করেন যখন তার ৪ বছর বয়সী বিড়াল অরভিলে ২০১২ সালে একটি গাড়ি চালানোর পর মারা যায়। তার এই প্রজেক্ট বাস্তবায়ন করতে প্রকৌশলী অর্জেন বেল্টম্যানের সাথে যোগাযোগ করেন এবং সেই প্রকৌশলী তা বাস্তবায়নের আশ্বাস দেন। যেমন আশ্বাস, তেমন কাজ! বার্ট জানসেন মনে করেন, শখের মৃত প্রাণীকে দিয়ে যদি ড্রোন বানানো হয় তাহলে সেটা অনেকটা স্মৃতিস্তম্ভের মতো হয়ে থাকবে।

তবে তাদের এই কাজে খেপেছেন পশু অধিকার সংগঠনগুলো। তাদেরকে বিভিন্ন সংগঠন পশু হিসেবেও আখ্যায়িত করেছেন। তবে তারা ওসব মাথায় নেননি একদম! কারণ তাদের মতে, তারা জীবিত কোনো প্রাণীকে মেরে কাজটি করছেন না। তারা কাজটি করছেন মরে যাওয়া শখের প্রাণী নিয়ে। তবে তারা যে উদ্দেশ্যে এই কাজটি করছেন সেটা অনেকখানি সফল। তাদের আরেকটি বড় পরিকল্পনা আছে। মৃত গরু দিয়ে তারা ড্রোন বানাবেন, যেটা যাত্রীদের বহন করতে পারবে!

Post a Comment

Previous Post Next Post