স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে আজ শনিবার। এদিন সিলেট স্টেডিয়ামে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিপিএলের এবারের আসরে সাতটি দল অংশ নেবে। এগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
এই প্রথম ঢাকার বাইরের কোনো ভেন্যু, সিলেট থেকে যাত্রা শুরু করবে এবারের আসর। আজ উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
উদ্বোধনী ম্যাচ নিয়ে ভাবনার কথা বলেছেন সিলেট সিক্সার্স এর অধিনায়ক নাসির হোসেন। তিনি বলেন, ‘সব দলই ভালো খেলতে চায়। আমাদেরও টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। তবে প্রথম ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন হওয়া যায় না। ভালো খেলে জয় উপহার দেয়া চেষ্টা করবো।’
স্টেডিয়ামের প্রশংসা করে জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, ‘মাঠটি অনেক সুন্দর। আশা করছি নতুন এই কন্ডিশনে আমরা ভাল খেলতে পারবো। সিলেটের দর্শক সমর্থনও থাকবে মাঠে।’
এদিকে বিপিএলের চলতি আসরে জমকালো উদ্বোধন না হলেও বিপিএল উদ্বোধনে নিজস্ব কিছু আয়োজনের উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝামাঝি সময়ে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন। সিলেটে বিপিএল এর মতো প্রথম এই আয়োজন স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন।
