প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস

প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস


স্পোর্টস ডেস্কঃ তাসকিনের দ্বিতীয় আর ইনিংসের ১৩তম ওভার। চতুর্থ বলে বোল্ড শাহরিয়ার নাফীস। পরের বলে সামিউল্লাহ শেনওয়ারি ক্যাচ দিলেন মিসবাহর হাতে। হ্যাটট্রিকের সামনে তাসকিন। শেষ বলে আউট থিসেরা পেরেরা। তিন বলে তিন উইকেট। তবু হ্যাটট্রিক হলো না তাসকিনের! পেরেরা যে রান আউট!

রংপুর রাইডার্সের হাত থেকে ম্যাচটা আসলে ওই ওভারেই বেরিয়ে যায়। এরপর যা হয়েছে, সেটা আসলে আনুষ্ঠানিকতা। রনকির ঝড়ো ব্যাটিংয়ের পর তাসকিনের দারুণ বোলিংয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে চিটাগং ভাইকিংস।

চিটাগং ভাইকিংসের ১৬৭ রানের লক্ষ্যে শুরুটা দুর্ভাগ্যজনকভাবেই মাশরাফির রংপুর রাইডার্সের। স্কোরবোর্ডে তখন ১ রান। সানজামুল ইসলামের বল স্ট্যাম্পের অনেক উপর দিয়েই যাচ্ছিল, তবু এলবিডব্লিউর আবেদনে আঙুল ওঠে আম্পায়ারের। ৩ বলে ১১ রান করে বিস্ফোরক কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন জিয়াউর রহমান। তবে নিজের মুখোমুখি হওয়া চতুর্থ বলেই বিদায় নেন তিনিও। এরপর মোহাম্মদ মিঠুন আর রবি বোপারার ৩৬ রানের জুটি ভাঙে দলীয় ৫৬ রানে। ১৫ বলে ২৩ রান করে রিচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মিঠুন।

চতুর্থ উইকেট জুটিতে জয়ের দিকেই এগুচ্ছিল রংপুর। কিন্তু তাসকিনের ওই ওভারেই সে আশা দূরাশায় পরিণত হয়। একে একে ফিরেন শাহরিয়ার (২৬), শেনওয়ারি (০) ও পেরেরা (১১)। ব্যাটিংয়ে এসে সুবিধা করতে পারেন নি মাশরাফি (১২), সোহাগ গাজী (১১*) ও মালিঙ্গা (১৪*)। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও তাই রানে ১১ পরাজয়ের তেতু স্বাদ গ্রহণ করতে হয় রংপুর রাইডার্সকে।

দারুণ বোলিংয়ে চার ওভারে ৩১ রানে তিন উইকেট তাসকিনের। লুইস রিচ চার ওভারে ২৬ রানে দুটি, সানজামুল ইসলাম একটি উইকেট শিকার করেন।

এর আগে চিটাগং ভাইকিংস লুক রনকির ঝড়ো ব্যাটিংয়ের পরও ১৬৬ রান করে। ইনিংসের প্রথম ওভারে ১২, দ্বিতীয় ওভারে ১৫, তৃতীয় ওভারে ২৩ রান নিয়ে তিন ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তুলেছিল তারা। বিপিএলের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে দ্রুতগতির দলীয় অর্ধশতক। এর ৪৮ রানই আসে লুক রনকির ব্যাট থেকে, তাও মাত্র ১৬ বলে। কতোটা আগ্রাসী ব্যাটিং করেছেন এই কিউই ব্যাটসম্যান, এই তথ্য থেকে সহজেই অনুমেয়।

লুক রনকির এই ব্যাটিং ঝড়ের পর রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে চিটাগং ভাইকিংস।

লুক রনকি-সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে মাশরাফির স্লোয়ারে বিভ্রান্ত সৌম্য (৭) মিড অফে ক্যাচ দেন জিয়াউর রহমানের হাতে। সৌম্য ফেরার পরও দিলশান মুনাবীরাকে সাথে নিয়ে ব্যাটিং তাণ্ডব চলছিল রনকির। ৮ ওভারে স্কোরবোর্ডে রান ওঠে ৯৩! নবম ওভারের পঞ্চম বলে রবি বোপারার স্লোয়ারে বিভ্রান্ত হন রনকি। লং অনে ক্যাচ দেন জিয়ার হাতে। শেষ হয় তার ৩৫ বলে সমান সাতটি করে ছয়-চারে ৭৮ বলে টর্নেডো ইনিংস।

রনকি ফিরে যাওয়ার পরই খেই হারিয়ে ফেলে চিটাগং ভাইকিংসের ইনিংস। ১৭ বলে ২০ রান করে বোপারার বলে বোল্ড হয়ে ফিরেন মুনাবীরা। জুটি বাঁধা ভাইকিংস অধিনায়ক মিসবাহ ও অখ্যাত লুইস রিচর ব্যাটিংয়ে ছিল না রানের চাকা গতিশীল করার প্রচেষ্টা। পেরেরার বলে ডিপ মিড উইকেটে মাশরাফির তালুবন্দী হওয়ার আগে রিচের ব্যাট থেকে আসে ১৬ বলে ১০। মিসবাহ এবং এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে রান।

প্রথম দশ ওভারে ১১২ রান করা চিটাগং ভাইকিংস পরের দশ ওভারে তুলে মাত্র ৫৬ রান!

দুর্দান্ত বোলিংয়ে ৩ ওভারে ১৪ রান দিয়ে বোপারার উইকেট দুটি, চার ওভারে ২৮ রানে মাশরাফি একটি, দুই ওভারে ১৬ রানে থিসেরা পেরেরা একটি উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় মাঠে গড়ায় ম্যাচটি। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল চিটাগং ভাইকিংস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স হারায় রাজশাহী কিংসকে।

Post a Comment

Previous Post Next Post