ইনস্টাগ্রামে এক পোস্টে কোহলির আয় কত?


স্পোর্টস ডেস্কঃ আধুনিক যুগের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় বিরাট কোহলিকে। মাঠে তার সরব উপস্থিতি ভারতকে একের পর এক সফলতা এনে দেয়। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দেশ-বিদেশে তো বটেই, সামাজিক মিডিয়াতেও ভারতীয় অধিনায়কের জনপ্রিয়তা তুঙ্গে। তাতে নিজের আয়ও হয় বেশ ভালো।

ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে কোটি কোটি ভক্ত-অনুসারী রয়েছে কোহলির। ইনস্টাগ্রামে তার ফলোয়ার দেড় কোটি, দুই কোটি রয়েছে টুইটারে ও ফেসবুকে ৩ কোটি ৬০ লাখের বেশি মানুষ তাকে অনুসরণ করে। অগণিত ফলোয়ারদের কারণে সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে কিছু পোস্ট করলে কোহলির উপার্জন হয় প্রায় সাড়ে তিন কোটি রুপি। বিশেষ করে ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আয় করেন ৩ কোটি ২০ লাখ রুপি। একই পরিমাণ অর্থ পান ফুটবলের তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

তবে সামাজিক মিডিয়ায় পোস্ট করে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী তালিকার শীর্ষে আছেন কমেডিয়ান কেভিন হার্ট। প্রতি পোস্টে তিনি পান ৬ কোটি ৪০ লাখ রুপি। ক্রিকেটএইজ

Post a Comment

Previous Post Next Post