স্পোর্টস ডেস্ক: রংপুরে জন্য খারাপ সংবাদ। বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্স ছেড়ে চলে গেছেন থিসারা পেরেরা। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ও টি-২০ সিরিজে অংশ নিতে ফিরে গেছেন পেরেরা। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থিসারাকেই অধিনায়ক করা হচ্ছে। সে কারণেই তার ফিরে যাওয়া।
তবে শুধু পেরেরাই নয়, চলে যাবেন আরেক লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা। তবে লাসিথ মালিঙ্গা বিশেষ অনুমতি নিয়ে ২৮ নভেম্বর দুপুরে সিলেট সিক্সার্সের সঙ্গে ম্যাচ খেলে চলে যাবেন।
পেরেরা এবারের বিপিএলে খেলেছেন ৮টি ম্যাচ। আর প্রতিটি ম্যাচেই দলকে উজাড় করে দিয়েছেন তিনি। জয়ের ম্যাচগুলোতেও তার অবদান ছিল অনেক বেশি।