মিসবাহ উদ্দিনঃ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান স্টাডী অাই কিউ এর উদ্যোগে ২০১৭ সালের অংশগ্রহনকারী জে,এস,সি/জে,ডি,সি পরীক্ষার্থী ও সড়ক দূর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ ব্যাবসায়ীর অাত্মার মাগফিরাত কামনায় ষ্টাডি আইকিউ এর কার্যালয়ে ১ নভেম্বর বুধবার এক দুয়া মাহফিলের অায়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার কলেজ মসজীদের পেশ ইমাম মাওঃ মুশাহিদ আলী । প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হাসানুল বান্না এর সভাপতিত্বে দুয়া মাহফিল পরিচালিত হয়, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব হাফিজুর রহমান, মুজাম্মিল হক মারুফ, নওয়াজ শাহজাদা সাব্বির, রায়হানুল ইসলাম, জিবানুর রহমান সহ প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী।