নাদেলের গ্রামের বাড়ি কুলাউড়ায় মিষ্টি বিতরণ !

নাদেলের গ্রামের বাড়ি কুলাউড়ায় মিষ্টি বিতরণ !


স্টাফ রিপোর্টারঃ শফিউল আলম চৌধুরী নাদেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত বিসিবির পরিচালক (সিলেট বিভাগ) নির্বাচিত হওয়ায় কুলাউড়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মরহুম সামছুল আলম চৌধুরীর ছেলে ও উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন নিজাম উদ্দিন চৌধুরী বিসকুটি (পীর) এর নাতি।

এছাড়াও তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এদিকে বিসিবির প্রেস উইং থেকে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনার পরই তার নিজ জন্মস্থান কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম এর উদ্যোগে ৩১ অক্টোবর মঙ্গলবার পৌর শহরের দক্ষিণবাজারে এ মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বাছিদুজ্জামান ফয়সাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও সদর যুবলীগের সাধারণ সম্পাদক জুনাব আলী, যুবলীগ নেতা শান্ত মালাকার, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা তারেক আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post