পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে


অনলাইন ডেস্কঃ বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ওই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তার সঙ্গে গ্রেফতার বাকিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

এদের মধ্যে পাইলট সাব্বিরের মা সুলতানা পারভীনের পাঁচ দিন এবং আসিফুর রহমান আসিফ ও মো. আলমের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

মিরপুরের দারুস সালাম থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা র্যাব-৪-এর এসআই মো. আমিরুল ইসলাম প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাইলট সাব্বিরসহ চারজনকে আটক করে র্যাব। তারা রাজধানীর দারুসসালামে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী এবং জেএমবি সদস্য।

Post a Comment

Previous Post Next Post