'৭ হাজার একর জায়গাজুড়ে অবস্থান করছে রোহিঙ্গারা'

'৭ হাজার একর জায়গাজুড়ে অবস্থান করছে রোহিঙ্গারা'

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, রোহিঙ্গারা এখন পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় ৭ হাজার একর জায়গাজুড়ে অবস্থান করছে। তবে তাদের কক্সবাজার ও টেকনাফের নির্দিষ্ট ক্যাম্প ছাড়া দেশের কোথাও থাকার সুযোগ নেই।

দেশের যে স্থানেই পাওয়া যাবে, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভা কক্ষে 'বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ' সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।  

সভায় কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, 'এ পর্যন্ত ৭ হাজার একর জায়গাজুড়ে থাকছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত থাকায় জায়গার বিস্তৃতি বাড়ছে। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা বলেন, 'শুধু ৪ হাজার ৪০৭ একর বনভূমিতে রোহিঙ্গারা থাকছে। যেসব জায়গায় রোহিঙ্গারা থাকছেন সেগুলো সমতল ভূমি। '

এরপর বিভাগীয় কমিশনার বলেন, রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে ওই সব জায়গায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সর্বোপরি রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পেই থাকতে হবে।

সভায় আরও বলা হয়, রোহিঙ্গাদের অনুপ্রবেশে ১৬৪৫ দশমিক ২ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়।

ফলে বনবিভাগের ১৫০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৬ টাকা ক্ষতি হয়।   
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার মোহাম্মদ আল মাসুম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনির উজ জামান, বিজিবির পরিচালক (অপারেশন, দক্ষিণ পূর্ব রিজিয়ন) লে. কর্নেল এ আর এম নাসির উদ্দীন, বিজিবির পরিচালক (অপারেশন, অ্যাডহক, কক্সবাজার সদর দফতর) লে. কর্নেল মোহাম্মদ খালেদ প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post