আইটেম গানে আপত্তি সানি লিওনের!

 আইটেম গানে আপত্তি সানি লিওনের!
অনলাইন ডেস্কঃ সানি লিওনের আইটেম ডান্সে একাধিকবার 'বার্বি' শব্দের উল্লেখ থাকায় আপত্তি জানিয়েছে বার্বি ডল প্রস্তুতকারী সংস্থা 'ম্যাটেল ইনকর্পোরেটেড'। গানটা যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেই 'তেরা ইন্তেজার'এর প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

নোটিশে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গানে যেভাবে 'বার্বি' শব্দটার ব্যবহার হয়েছে, সেটা বার্বি ডলের টার্গেট কাস্টমারদের পক্ষে সুখকর নয়। আর যেহেতু সানি লিওনি 'অ্যাডাল্ট' তারকা হিসেবে বেশি পরিচিত, তাই বার্বি'র ইমেজের পক্ষেও সেটা অনুকূল নয়।

'ম্যাটেল' যেহেতু আইনি পথে এগোচ্ছে, তাই নোটিসের জবাব দিতে হবে ছবি-নির্মাতাদের। তবে আদালত আপাতত রায় দিয়েছে, দু'পক্ষকেই ব্যাপারটা ঠান্ডা মাথায় মিটিয়ে নিতে। শেষ পর্যন্ত 'তেরা ইন্তেজার'এর গানে 'বার্বি' থাকবে কি না, সেটা আইনি পথেই মীমাংসা হবে।  

Post a Comment

Previous Post Next Post