বিপিএল উন্মাদনায় ভাসছে সিলেট স্টেডিয়াম

বিপিএল উন্মাদনায় ভাসছে সিলেট স্টেডিয়াম
অনলাইন ডেস্কঃ শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৫ম আসরের উন্মাদনা। চার-ছক্কার ফুলঝুরি ছুটাতে প্রথমবারের মতো সিলেটে গড়াচ্ছে বিপিএল।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নতুন ও স্বাগতিক দল সিলেট সিক্সার্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
প্রথমবারের মতো বিপিএল সিলেটে আয়োজন করায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে। গত কয়েকদিন টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলেছে। যারা এই সোনার হরিণ নামক টিকিট পেয়েছেন, তারা ছুটছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে।

শনিবার সকাল থেকেই দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়াম অভিমুখে। দুপুর পর্যন্ত স্টেডিয়ামের গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শক অবস্থান করছেন।

Post a Comment

Previous Post Next Post