মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে কর অঞ্চল সিলেট এর আয়োজনে শুরু হয়েছে ০৪ দিন ব্যাপী আয়কর মেলা ২০১৭।
আজ সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
কর অঞ্চল সিলেট এর অতিরিক্ত কর কমিশনার মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক।
আয়কর মেলায় কর সংক্রান্ত সকল তথ্য, অনলাইন ইটিএন রেজিষ্ট্রেশন, আয়কর পরামর্শ কেন্দ্র থেকে সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। আজ থেকে ০৫ নভেম্বর পর্যন্ত চলবে আয়কর মেলা।