শাহ পরান মসজিদে জুমার নামাজ পড়লেন সাকিব

শাহ পরান মসজিদে জুমার নামাজ পড়লেন সাকিব
অনলাইন ডেস্কঃ সিলেট স্টেডিয়ামের খুব কাছেই মসজিদ, প্রসিদ্ধ সুফী সাধক হযরত শাহজালাল ( রঃ) এর ভাগ্নে হযরত শাহ পরান ( রঃ) এর নামেই মসজিদ। সেখানে আজ দুপুরে নামাজীদের মাঝে হঠাৎ প্রাণ-চাঞ্চল্য।

পাশেই থাকা আলহাজ্ব আব্দুল আহাদ এতিমখানার কিশোরদের মাঝে অন্যরকম সাড়া। মসজিদে ঢোকার পথেই স্বসস্ত্র পুলিশ পাহাড়া। জুমার নামাজ শুরুর আগে ইমাম সাহেব মাইকে জানিয়ে দিলেন, ‘আমাদের বেশ কিছু মেহমান নামাজী আছেন।’


তাদের জায়গা করে দিতে ছোটদের ছাদের ওপরে চলে যেতে বলা হলো। কিন্তু তাতেই ঘটলো বিপত্তি। ওপরে যেতে অনীহা কিশোরদের। কারণ, মসজিদে জুমার নামাজ পড়তে এসেছেন সাকিব আল হাসান। তাকে এক পলক কাছ থেকে দেখা, হাত মেলানো সম্ভব নাও হতে পারে।

দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব একা নন, ঢাকা ডায়নামইটস ও খুলনা সিক্সার্সের প্রায় পুরো দল জুমার নামাজ আদায় করলো ঐ মসজিদে।

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন, খুলনার চিফ টেকনিক্যাল ডিরেক্টর জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও খুলনা ম্যানেজার জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালও নামাজ পড়ে গেলেন।

Post a Comment

Previous Post Next Post