অনলাইন ডেস্কঃ বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বখ্যাত টাইম ইনকরপোরেটেড। ২.৮৪ বিলিয়ন ডলারে টাইম ইনকরপোরেটেডকে কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশন। ফলে প্রতিষ্ঠানটির টাইম, পিপল, ফরচুন ও স্পোর্টস ইলাস্ট্রেটেডের মতো বিশ্বখ্যাত ম্যাগাজিনগুলোর মালিকানা পাবে মেরিডিথ।
এর আগে ২০১৩ ও চলতি বছরের শুরুতে দুই দফা চেষ্টা করেও টাইমকে কিনে নিতে ব্যর্থ হয়েছিল মেরেডিথ। তাদের হাতে রয়েছে বেটার হোমস অ্যান্ড গার্ডেন, ফ্যামিলি সাইকেল, অল রেসিপির মতো লাইফস্টাইল ম্যাগাজিন।
এবারের আলোচনায় সাফল্যের ফলে সংবাদ, বাণিজ্য, খেলা আর কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কটি নামি ব্র্যান্ড যুক্ত হতে যাচ্ছে তাদের তালিকায়।
মেরেডিথ ও টাইম যুক্ত হওয়ার পর তাদের সম্মিলিত পাঠকের সংখ্যা হবে প্রায় সাড়ে ১৩ কোটি; আর তাদের ম্যাগাজিনের বিক্রি দাঁড়াবে ছয় কোটিতে। ইন্টারনেটে কেবল যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি পাঠকের প্রকাশকে পরিণত হবে মেরেডিথ।
টাইমকে কিনে নিতে সব দায়দেনা মিলিয়ে ২.৮৪ বিলিয়ন ডলারের চুক্তি হবে। এর মধ্যে ১.৮৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে নগদে।
আর এই কেনাবেচায় অর্থ সহায়তা দিচ্ছে কনজারভেটিভ বিলিয়নিয়ার কোখ ভাইয়েরা। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা চার্লস ও ডেভিড কোখের কোম্পানি কোখ ইকুইটি ডেভেলপমেন্ট ৬৫০ মিলিয়ন ডলারের জোগান দেবে।