স্পোর্টস ডেস্কঃ নাগপুরের দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেছে চার দিনেই। কোহলি-অশ্বিনের রেকর্ডের ম্যাচে বিশাল ব্যবধানে ইনিংস হেরেছে শ্রীলঙ্কা।
সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে খেললেও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তারকাদের বিশ্রাম দেওয়াটা নতুন কোনো ঘটনা নয়। আমাদের দেশে সাকিব আল হাসানই তো কয়দিন আগে বিশ্রামে গিয়েছিলেন। কিন্তু অধিনায়কদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচ দুটি হল ১৩ এবং ১৭ ডিসেম্বর। ভারতীয় দলে কোহলি শুধু একজন ব্যাটসম্যান নন; তিনি দলের নেতা। তিনি বিশ্রামে গেলে দলকে নেতৃত্ব দেবে কে? সেই প্রশ্নের সমাধানও অবশ্য দিয়েছে বিসিসিআই। কোহলির জায়গায় একদিনের সিরিজে ভারতকে নেতৃত্বে দেবেন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা।
প্রোটিয়া সফরের কথা ভেবে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরোজ শাহ কোটলায় চলতি সিরিজের শেষ টেস্টে বিশ্রাম নেওয়ার সম্ভাবনা ছিল কোহলির। কিন্তু সিরিজ জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোহলিকে বিশ্রাম দিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। ফলে শনিবার থেকে কোটলায় লঙ্কার বিপক্ষে শেষে টেস্টেও ভারতকে নেতৃত্বে দেবেন কোহলি।
ইডেনে প্রথম টেস্ট ড্র হলেও সোমবার নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে ও ২৩৯ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজের ১-০ এগিয়ে গেছে ভারত। এতে বিরাট কোহলি (২১৩) ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া একই ইনিংসে আরও তিনটি সেঞ্চুরি উপহার দেন মুরালি বিজয় (১২৮), চেতেশ্বর পুজারা (১৪৩) এবং রোহিত শর্মা (১০২)। দুই ইনিংসে ৪টি করে উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন