অনলাইন ডেস্কঃ অবশেষে সিলেটবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে। ঘুচতে যাচ্ছে বড় কোন ক্রিকেট আসর না বসার আক্ষেপও। কাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। কাল দুপুর ২টায় সিলেট সিক্সার্স ও গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস এর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের ৫ম আসর। এবারই প্রথম সিলেটে বসছে বিপিএলের চার-ছক্কার আসর। যে কারণে দর্শকদেরও উন্মাদনারও কমতি নেই। নিজ ভেন্যুতে বসে খেলা উপভোগের প্রহর ঘুনছেন তারা। ইতোমধ্যে ম্যাচ আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্টেডিয়ামপাড়া সাজানো হয়েছে অপরুপ সাজে। আলোকবাতিতে রঙিন সিলেট নগরীও। সিলেট সিক্সার্স নগরীর বিভিন্ন সড়কে আলোকসজ্জা করেছে। এরই মধ্যে সিলেট এসে পৌঁছেছে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে করছে কঠোর অনুশীলন। দেশী-বিদেশী ক্রিকেটারদের পদচারণায় মুখরিত পর্যটন নগরী খ্যাত সিলেট।
এদিকে সুষ্ঠুভাবে বিপিএল আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চারস্তরের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা জারি করেছে এসএমপি। আজ ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত যানবাহন ও ট্রাফিক প্রয়োজন অনুযায়ী দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সিলেটের বেশক’টি সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। কারণ এই সময় এসব সড়কে বিপিএলে অংশ নেওয়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির টিম বাস চলাচল করবে।
সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে এবং সড়ককে যানজট মুক্ত রাখতে যান চলাচলে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে ৬ নভেম্বর কোন খেলা না থাকায় অন্যান্য দিনের মতো যান চলাচল স্বাভাবিক থাকবে। যে সব সড়কে যান চলাচলে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো- রোজভিউ হোটেল থেকে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত।
স্টার পেসিফিক হোটেল হতে মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত। নাজিমগর রিসোর্ট এন্ড গার্ডেন হতে শাহপরাণ (রঃ) মাজারগেইট-ইসলামপুর বাজার-টিলাগড়-বালুচর-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত। নির্ভানা-ইন হোটেল হতে মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-চৌহাট্টা-হযরত শাহজালাল (রহঃ) মাজারগেইট-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হতে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত।
এছাড়া সিলেট মহানগরীর জননিরাপত্তা ও আগত দেশী-বিদেশী খেলোয়াড়ের সার্বিক নিরাপত্তা ও বিপিএল টি-২০ নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনুযায়ী নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে সর্বসাধারণের সার্বিক সহায়তা কামনা করে সন্দেহজনক ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু পরিবহন না করার জন্য অনুরোধ জানিয়েছে।
কোন সন্দেহজনক ব্যক্তির চলাচল পরিলক্ষিত হলে সিলেট মেট্টোপলিটন পুলিশকে অবগত করার জন্য সর্বসাধারনের কাছে অনুরোধ জানিয়েছে। এছাড়া কোন আবাসিক এলাকায় সন্দেহজনক কোন ব্যক্তির অবস্থান ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোন বস্তুর সন্ধান পেলে তা তাৎক্ষণিকভাবে এসএমপি’র পুলিশ কন্ট্রোল রুম- ০১৭১৩৩৭৪৩৭৫, ০১৯৯৫১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮ জানাতে বলা হয়েছে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল রুম ০৮২১-৭১৮০২৮, ডিবি কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬ এবং ওসি, কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭, ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২, ওসি, এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১, ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮, ওসি, শাহপরাণ (র.)-০১৭১৩৩৭৪৩১০, ওসি, মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
৪ নভেম্বর দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডাইনামাইটস। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স। ৫ নভেম্বর দুপুর ২টায় সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস, সন্ধ্যা ৭টায় খুলনা টাইটানস বনাম ঢাকা ডাইনামাইটস। ৬ নভেম্বর বিশ্রাম ও অনুশীলন। ৭ নভেম্বর দুপুর ২টায় চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস, সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস এবং ৮ নভেম্বর দুপুর ২টায় রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস এবং সন্ধ্যা ৭টায় সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস। দুপুর ২টার খেলা শেষ হবে ৫ টা ২০ মিনিটে এবং সন্ধ্যা ৭টার খেলা শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে। ৮টি ম্যাচের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে ম্যাচ উপভোগে শনিবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়ানামাইটস এর ম্যাচ উপভোগ করবেন তিনি। তবে রবিবার দুপুরে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ম্যাচও উপভোগ করবেন মোস্তফা কামাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তারই কন্যা নাফিসা কামাল।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান- বিপিএল আয়োজনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি অত্যন্ত সুন্দরভাবে সবগুলো ম্যাচ দর্শকরা উপভোগ করবেন।
টিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন- এটা সম্পূর্ণ তদারকি করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এখানে বিসিব কিংবা সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোন সম্পৃক্ততা নেই। বিপিএল গভর্নিং বোর্ডের কাছ থেকে যে কোম্পানি টিকেট স্বত্ব নিয়েছে, তারাই টিকেট বিক্রি করছে। আমরা ম্যাচ আয়োজনে যতোটুকু সহযোগিতা করার, সেটাই করছি।