অস্ট্রেলীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

অস্ট্রেলীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়া সেদেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকি রয়েছে—এমন বার্তা দিয়ে আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এ সতর্কবার্তা তুলে ধরা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর নাগরিকরা বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে। এ কারণে অস্ট্রেলীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কোনও নাগরিক বাংলাদেশ ভ্রমণে আসলে, তাকে দেওয়া ভ্রমণের সম্ভাব্য স্থান ও সেখানে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত থাকতে হবে।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের বক্তব্য অনুযায়ী যেসব স্থান বা স্থাপনা হামলার লক্ষ্য হতে পারে সেগুলো হলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান।

সতর্কবার্তায় আগের কয়েকটি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়েছে। যেমন গত ২৪ মার্চে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা এবং ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলা। একইসঙ্গে চিকুনগুনিয়া, বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয় ওই বার্তায়।

Post a Comment

Previous Post Next Post