১৬৯৩ জন নারী ফুটবলার বনাম নেইমার!

১৬৯৩ জন নারী ফুটবলার বনাম নেইমার!
অনলাইন ডেস্কঃ শিরোনামটা দেখে নানা ভাবনা জাগতে পারে আপনার মনে।   ১৬৯৩ জন নারী ফুটবলারের সঙ্গে খেলবেন নাকি নেইমার? অথবা কোন শোতে এত নারী ফুটবলারের মুখোমুখি হতে যাচ্ছেন পিএসজি তারকা।

নাকি অন্য কিছু।   আসলে পারিশ্রমিক নিয়ে নেইমারের সঙ্গে ১৬৯৩ জন নারী ফুটবলারের তুলনা হচ্ছে।  
কারণ সম্প্রতি বার্সেলোনা থেকে পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি'তে যোগ দেন নেইমার। চুক্তি অনুযায়ী, পারিশ্রমিক হিসেবে বার্ষিক ৩২.৯ মিলিয়ন ইউরো পাবেন এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়া বোনাস এবং বাণিজ্যিক চুক্তি থেকে আয়তো আছেই।

কিন্তু স্পোর্টস ইন্টেলিজেন্সের এক রিপোর্টে এসেছে চোখ কপালে তোলার মতো তথ্য, নেইমার পিএসজিতে বার্ষিক যেই পারিশ্রমিক পান, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর নারী দলের ১৬৯৩ জন নারী খেলোয়াড় সম্মিলিতভাবে প্রায় একই পরিমাণ পারিশ্রমিক পান।   আর তাই বলতে হচ্ছে ১৬৯৩ জন নারী ফুটবলারের পারিশ্রমিক বনাম নেইমারের পারিশ্রমিক। 

Post a Comment

Previous Post Next Post