বিশেষ প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের স্বচিত্র মুড়িয়া পরিষদ কতৃক নজরুল ইসলাম ও মাওঃ তজ্জমুল ইসলাম স্মৃতি এর সাধারন জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রেদওয়ান অাহমেদের সভাপতিত্বে প্রধান ও পরিষদের সম্পাদক মাহবুবুল অালম চৌ: হাছিবের পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সুনাম উদ্দিন বিশেষ অতিথি ফয়সল অাহমেদ সহ কৃষি সম্পাদক সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ।
স্বচিত্র মুড়িয়া পরিষদের সাংস্কৃতিক সম্পাদক শাহিন অাহমদ বার্তা সম্পাদক আবুবক্কর নির্বাহি প্রকাশনা সম্পাদক আলম আহমেদ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।