বিপিএল দেখতে চোরাই পথে মাঠে ঢুকছে দর্শক!

 বিপিএল দেখতে চোরাই পথে মাঠে ঢুকছে দর্শক!
অনলাইন ডেস্কঃ পর্যটন নগরী কিংবা চায়ের দেশ খ্যাত সিলেট শহরে পর্দা উঠছে বিপিএল-এর। ইতিমধ্যে স্টেডিয়ামের গ্যালারীতে দর্শকদের ভিড়।

সবুজ নিস্বর্গের বুকে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দেশের প্রথম গ্রীণ গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়ামের চারপাশ ঘেরা সবুজ চা বাগানে।
প্রকৃতির কোলে আজ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্বাগতিক সিলেট সিক্সার্সের লড়াই চলছে। খেলাটি শুরু হয় বেলা ২টায়। একই দিনে মাঠে নামবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসও। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের লড়াই সন্ধ্যা ৭টায়।

প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিতব্য এই বড় আসরের সফলতা নিয়ে আশাবাদী আয়োজকরা। তবে খেলা শুরুর আগে অসৎ উপায়ে মাঠে ঢুকেছে কিছু দর্শক। কিন্তু এতো নিরাপত্তার পরেও কিভাবে মাঠে ঢুকলো দর্শক? সরেজমিনে দেখা যায় ৩নং গেটে ঢুকতে হাতের বাম পাশে কাটা তারের ব্যারা দিয়ে ঢুকেছে তারা।

Post a Comment

Previous Post Next Post