সিলেট জেলা ক্রিকেট দলে প্রাথমিকভাবে ডাক পেলেন যারা

সিলেট জেলা ক্রিকেট দলে প্রাথমিকভাবে ডাক পেলেন যারা


স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্ণামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ‘৩৮ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৭-২০১৮’ এ অংশগ্রহণের লক্ষ্যে  সিলেট জেলা ক্রিকেট দল গঠনকল্পে সিলেকশন কমিটি কর্তৃক প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দেরকে আগামী ১২ অক্টোবর  বৃহস্পতিবার বেলা ৩টায় ঘটিকায় খেলার সরঞ্জামাদিসহ সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সিলেট জেলা ক্রিকেট দলের প্রধান কোচ রানা মিয়া’র নিকট রিপোর্ট করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী। 

প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়রা হচ্ছেন- আসাদুল্লাহ আল গালিব, মিজানুর রহমান সায়েম, তৌফিক খান তুষার, ময়নুল হাসান, আজাদ খান, মাহবুব হাসান, তাসবীর রায়হান সাদী, সাইদুর রহমান সাঈদ, মমিনুল মোহন, নওশাদ আকবর নবাব, সফর আলী, মামুন খান, রেজওয়ান রাজা, ইরফানুল হক ইরফান, পারভেজ আহমদ, মো. আব্দুস সামাদ রেজা, মারুফ আহমদ, নাঈম আহমদ, আহমদ তৌফিক রায়হান আবির, কামিল আহমদ, শফিকুর রহমান মুকুল, সোহাদুল ইসলাম, সৌগত তালুকদার অর্ক।

Post a Comment

Previous Post Next Post