কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য: দোহারে হিন্দু তরুণ গ্রেফতার

কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য: দোহারে হিন্দু তরুণ গ্রেফতার


অনলাইন ডেস্কঃ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায়
ঢাকার দোহার উপজেলার বউ বাজার এলাকার বাসিন্দা শ্রী সুর্ভরত মোদক নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি) ৫৭ এর ২ ধারায় দোহার থানায় মামলা হয়েছে। সে  ঐ গ্রামের শম্ভু মোদকের ছেলে ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ সূত্রে জানায়, সুব্রত প্রায় সময়ই তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অশ্লীল পোস্ট করতো। সম্প্রতি সে পবিত্র কোরআন পাঠ নিয়ে বাজে মন্তব্য করলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি খোঁজ খবর নেয়ার চেষ্টা করে। পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান জেনে পুলিশ শনিবার রাত সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।  
ঘটনাটি নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের ঝড় বইছিলো।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম শীর্ষনিউজকে বলেন, তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা মামলা হয়েছে। রোববার দুপুরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ  করেছে। সুত্রঃ শীর্ষনিউজ

Post a Comment

Previous Post Next Post