জগন্নাথপুরে নৌকাডুবিতে ১ জনের মৃত্যু

জগন্নাথপুরে নৌকাডুবিতে ১ জনের মৃত্যু


অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী ইঞ্জিন নৌকাডুবিতে এক মহিলার সলীল সমাধি ঘঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে পলিকোনা যাওয়ার পথে সজনশ্রী গ্রাম সংলগ্ন কাটা গাংগের বড় ডর নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।

এসময় বাউধরন গ্রামের সৈয়দ উল্ল্যার স্ত্রী মিলিকা বেগম (৪০) নৌকাডুবিতে মারা যান। অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে নদীর পারে উঠতে সক্ষম হন।

জানা যায়, ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিন নৌকাটি গন্তব্য স্থানে রওয়া হয়। যাত্রীরা জানান, নৌকাতে অতিরিক্ত রড ও সিমেন্ট দিয়ে বোঝাই করার ফলে মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবির ফলে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

Post a Comment

Previous Post Next Post