অনলাইন ডেস্কঃ বেঁচে থাকলে সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান এবং লেনিনবাদ তত্ত্বের প্রবক্তা বলশেভিক নেতা ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভের বয়স হতো ১৪৭। তার মৃত্যুর ৯৪ বছর পেরিয়েছে।
কিন্তু এখনো তার মমির বয়স বাড়েনি। প্রতিদিনই তাকে ৫৩ বছরের সেই লেনিনই মনে হয়।
লেনিনের মরদেহ বহাল তৈবিয়তে আছে মস্কোর রেড স্কয়ারে নির্মিত স্মৃতিসৌধে। ১৯২৪ সালে মৃত্যুর পর তার মরদেহ মমি করে রাখা হয়। প্রতি সপ্তাহেই রুশ বিজ্ঞানীরা মরদেহটি পরীক্ষা করে দেখেন। এ জন্য প্রচুর পরিমাণ অর্থ খরচ করে রাশিয়া সরকার।
নির্দিষ্ট স্মৃতিসৌধের ভেতর একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আদ্রতায় লেনিনের মমি সংরক্ষণ করা আছে। মমিটি বিশেষ একটি কাচের ঘরে রাখা হয়েছে, যেটা লাশটিকে ব্যাকটেরিয়া ও পচে যাওয়া ও শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে।