অনলাইন ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন। শনিবার থেকেই প্রতিনিয়ত এই কার্যালয়ে বসার কথা রয়েছে তার।
এদিকে, গত বুধবার লন্ডন থেকে দেশে ফিরেছেন বেগম জিয়া। লন্ডনে থাকাকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ছিল। গ্রেফতারি পরোয়ানা নিয়ে দেশে ফিরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ভালো থাকলে চলতি সপ্তাহে জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। এ ছাড়া সহায়ক সরকারের প্রস্তাবনা নিয়ে শিগগিরই বুদ্ধিজীবীদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে করতে পারেন।