নকলা উপজেলা চেয়ারম্যানের ‘আত্মহত্যা’

নকলা উপজেলা চেয়ারম্যানের ‘আত্মহত্যা’


অনলাইন ডেস্কঃ শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৬৫) লাশ উদ্ধার হয়েছে। নিজ বসতঘরে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। শুক্রবার সকল আটটার দিকে শহরের কুর্শা এলাকার বাসভবন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপজেলা চেয়ারম্যান আত্মহতা করে থাকতে পারেন। তবে কেন, কি কারণে এ ঘটনা ঘটেছে, তাত্ক্ষণিকভাবে তা জানাতে পারেননি। মাহবুব আলী চৌধুরী বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে নকলা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তিঁনি ছোট স্ত্রীকে নিয়ে নকলা শহরের বাসভবনে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post