স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। দক্ষিণ আফ্রিকার পেস স্বর্গে টেস্ট এবং ওয়ানডে সিরিজে অসহায় ছিল বাংলাদেশের পেসারা।
টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম হয়নি। আর তা থেকে শিক্ষা নিয়েই ম্যাচের শুরুতে বেশ বড় একটা চমক দিলেন অধিনায়ক সাকিব।
টসে জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ দিয়ে ইনিংস শুরু করেন সাকিব। ঘূর্ণিবলে তার সঙ্গী ছিলেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের সিদ্ধান্তের যথার্থতা টের পাওয়া যায় প্রোটিয়াদের ইনিংসের শুরুতেই। দলীয় ১৮ রানেই তরুণ স্পিনিং অল-রাউন্ডার মিরাজের বলে প্যাভিলিয়নের পথ ধরেন হাশিম আমলা। এরপর বিধ্বংসী ডি-ভিলিয়ার্সের ঝড়ও এই মিরাজই থামান।
দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিন আক্রমণ দিয়ে ইনিংস শুরু করার ঘটনা অহরহ ঘটেনা। এতে প্রচুর সাহসের প্রয়োজন আছে।
সর্বশেষ ১১১ বছর আগে ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন দিয়ে ইনিংস শুরু করেছিল ফিল্ডিংয়ে থাকা ইংল্যান্ড। ইতিহাসের পাতয় ঢুকে যাওয়া ওই দুই বোলার ছিলেন লেগ স্পিনার রেজি শোয়ার্জ এবং অফ স্পিনার অব্রে ফকনার। তবে ওই ম্যাচে ১ উইকেটে জয় পেয়েছিল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের মোট ৪ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে ২টি নিয়েছেন মিরাজ, সাকিব ১টি এবং একমাত্র পেসার হিসেবে রুবেল নিয়েছেন ১ উইকেট। তাই বলাই যায়, অধিনায়কত্বের দ্বিতীয় মেয়াদে এই পরিকল্পনায় সফল হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। তবে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে বাংলাদেশি পেসারদের এই দুর্দশা সত্যিই রহস্যজনক!