এবছর রসায়নে নোবেল পেয়েছেন যারা

এবছর রসায়নে নোবেল পেয়েছেন যারা


অনলাইন ডেস্কঃ  ক্রিয়ো ইলেক্ট্রন মাইক্রোস্কপির বিকাশে অবদান রাখায় এ বছর রসায়ন শাস্ত্রে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, সুইজারল্যান্ডের নাগরিক জ্যাকস ডুবোচেট, জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়াশিম ফ্র্যাংক এবং ব্রিটিশ নাগরিক রিচার্ড হেন্ডারসন।

বুধবার (৪ অক্টোবর) স্টকহোমে রয়েন সুইডিশ একাডেমি অব সায়েন্স আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। ১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পাওয়ার সম্মান অর্জনকারী ১৭৫ জনের তালিকায় যুক্ত হলেন এ তিন গবেষক।

নোবেল কমিটি জানায়, ক্রিয়ো ইলেক্ট্রন মাইক্রোস্কপির বিকাশে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জিকা ভাইরাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা কাজে ক্রিয়ো ইলেক্ট্রন মাইক্রোস্কপির ভূমিকা অপরিসীম। বিশ্বের ‘সবচেয়ে ক্ষুদ্র যন্ত্র’ তৈরির জন্য গত বছর তিন জন বিজ্ঞানীকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তারা হলেন, জ্যঁ-পিয়েরে সাউভেজ, স্যার জে ফ্রেজার স্টোডার্ট এবং বার্নার্ড এল ফেরিঙ্গা।

উল্লেখ্য, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post