৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার রাতে ওয়াশিংটন থেকে জানান, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’

গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তাঁর কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।

Post a Comment

Previous Post Next Post