অনলাইন ডেস্কঃ যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ির আস্তানা থেকে আত্মসমর্পণ করেছেন জঙ্গি মারজানের বোন খাদিজা। সোমবার (৯ অক্টোবর) সোয়া ৩টার দিকে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে ও এক ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা সাংবাদিকদের বলেন, পাবনা থেকে তার বাবা-মা আসার পর আমাদের আহ্বানে খাদিজা আত্মসমর্পণ করেছেন।
এরআগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘিরে রাখা বাড়িটি থেকে সাতটি পরিবারকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
যশোর পুলিশ সুপার জানান, সাতটি পরিবারকে নিরাপদে নামিয়ে এনেছি। সেখানে জঙ্গি মারজানের ছোট বোন খাদিজা রয়েছে। আমরা তাকে নেমে আসার আহ্বান জানিয়েছি।
উল্লেখ্য, রোববার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল যশোরে যায়। এরপর স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে রাতেই জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ।