বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ পানি মেলা

বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ পানি মেলা


অনলাইন ডেস্কঃ  টেকসই ভবিষ্যতের লক্ষ্যে পানি ও ব্যবহৃত পানির ওপর বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়াটার এক্সপো ২০১৭।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী এ এক্সপোর উদ্বোধন করবেন সংসদ সদস্য অধ্যাপক ড. এম এইচ মিল্লাত। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ মেলা চলবে। বিশ্বের ৭৫টির বেশি কোম্পানি, ১ হাজারের বেশি পণ্য এবং ২ হাজারের বেশি পানি বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করবেন। অ্যাড্রয়েট ওয়াটার এনভায়রনমেন্ট কনসালটেনশন লিমিটেডের সহায়তায় ওয়াটার টুডে প্রাইভেট লিমিটেড এবং ই-থ্রি সলিউশন যৌথভাবে এই প্রর্দশনীর আয়োজন করছে। 

প্রর্দশনীতে পানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি নিয়ে অভিজ্ঞতা বিনিময়, পানি ও অপচয়কৃত পানির প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যকার উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রত্যন্ত অঞ্চলে পরিষ্কার পানি সরবরাহ, লবণাক্তহীন পানি, খাবার পানি, প্রক্রিয়াজাত পানি, অপচয়কৃত পানি এবং জিরো লিকুইড ডিজচার্জসহ নানা বিষয় প্রর্দশনীতে প্রাধান্য পাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার মো. ইমতিয়াজ হাশমি।  

Post a Comment

Previous Post Next Post