এক মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচ প্রেসিডেন্ট

এক মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচ প্রেসিডেন্ট


অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের এক কনসার্টে একত্রে জড়ো হলেন যুক্তরাষ্ট্রের জীবিত সাবেক পাঁচ প্রেসিডেন্ট। শনিবার টেক্সাস রাজ্যের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে আয়োজিত এ কনসার্টের মঞ্চে একসঙ্গে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচডব্লিউ বুশ ও জিমি কার্টারকে। ভয়াবহ হারিকেন হার্ভে, ইরমা ও মারিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ‘ওয়ান আমেরিকা আপিল’ কর্মসূচির অধীনে এ কনসার্ট আয়োজন করা হয়। তিন ডেমোক্রেটিক ও দুই রিপাবলিকান প্রেসিডেন্ট একসঙ্গে দাঁড়িয়ে দুর্গত মানুষের সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানান। কনসার্ট থেকে প্রায় ৩১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে।

গত আগস্ট মাসে হারিকেন হার্ভের আঘাতের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। হার্ভের আঘাতে টেক্সাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়। তিন দফায় হারিকেনের আঘাতে টেক্সাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ।

আগে থেকে রেকর্ড করা একটি বার্তায় কনসার্টে আসা লোকজনের উদ্দেশে বারাক ওবামা বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে আমরা আমেরিকানবাসীকে সহযোগিতা করতে চাই। মঞ্চে দাঁড়িয়ে সাবেক পাঁচ প্রেসিডেন্ট জাতীয় সঙ্গীতে অংশ নেন। উল্লেখ্য, শরীরিক অক্ষমতার কারণে চেয়ারে বসা ছিলেন সিনিয়র বুশ। এরপর তারা দর্শকসারিতে বসে সঙ্গীত উপভোগ করেন। ‘প্রাউড টু বি অ্যান আমেরিকান’ গান দিয়ে কনসার্ট শুরু করেন লি গ্রিনউড ও লেডি গাগা। এছাড়া এ কনসার্টে উপস্থিত ছিলেন রক শিল্পী লেইলি লোবেট, রবার্ট আর্ল কিন, স্যাম মুর ও ইয়োলান্ডা অ্যাডামস। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সাবেক পাঁচ প্রেসিডেন্টের বিরল এ একত্র হওয়াকে ‘চমৎকার কাজ’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তহবিলে যারা সহায়তা করেছেন তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা, মেলানিয়া ও আমার পক্ষ থেকে আপনাদের অসাধারণ সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা। চমৎকার এ প্রচেষ্টা আমাদের এটা মনে করিয়ে দেয় যে ঈশ্বরের নিয়ন্ত্রণে আমরা এক জাতি, আমাদের মূল্যবোধে আমরা ঐক্যবদ্ধ এবং একে-অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’ বিবিসি ও সিএনএন

Post a Comment

Previous Post Next Post