প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন

প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ত্যাগ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ শেষে ইংল্যান্ডের লন্ডন হয়ে দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এই যাত্রা করলেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা রাখেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি'র একটি হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা হয়। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছুবেন বলে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post