রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে মিয়ানমারকে: সুষমা

রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে মিয়ানমারকে: সুষমা


অনলাইন ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে।

রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

দুই দিনের সফরে রোববার দুপুরে ঢাকায় আসেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকালে প্রথমে তিনি হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

এরপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সুষমা।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। বাংলাদেশ কত দিন এ ভার বহন করবে। এর একটা স্থায়ী সমাধান হতে হবে।

রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য বড় বোঝা হিসেবেও আখ্যায়িত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আর্থসামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।

সুষমা রোহিঙ্গা নাম উচ্চারণ না করে শরণার্থীদের ফেরত নেয়ার কথা বলার পাশাপাশি সেখানকার সন্ত্রাসীদের শাস্তির কথাও বলেন।

Post a Comment

Previous Post Next Post