৪০ বছর পর তিস্তা নদীতে ইলিশ!

৪০ বছর পর তিস্তা নদীতে ইলিশ!


অনলাইন ডেস্কঃ রংপুরের গঙ্গাচড়ায় ৪০ বছর পর তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে। এটি এলাকার লোকজনের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকায় এই মাছ ধরা পড়ছে বলে জানা যায়। বহুদূর থেকে মানুষ এই ইলিশ মাছ কেনার জন্য মহিপুর ব্রিজ সংলগ্ন বাজারে ভিড় করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন ইলিশ ধরার জন্য জাল পেতে বসে আছেন। কেউ পেয়েছেন আবার কেউ পাবার আশায় নিরন্তর জাল টেনেই যাচ্ছেন। তবে আশা ছাড়ছেন না। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতু এলাকায় স্থানীয় জেলেরা ও এলাকার লোকজন ঝটকা ও ফাঁস জাল দিয়ে বিভিন্ন মাছ ধরছেন। এ সময় তাদের জালে হঠাৎ ইলিশ ধরা পড়ে। তিস্তায় ইলিশ ধরা পড়ছে সংবাদটি ছড়িয়ে পড়লে বহুদূর থেকে মানুষ এই ইলিশ মাছ দেখার ও কেনার জন্য মহিপুর ব্রিজ সংলগ্ন বাজারে ভিড় করছে। জেলেরা এই ইলিশ ৬’শ টাকা থেকে ৭’শ টাকা কেজি দরে বিক্রি করছে।

Post a Comment

Previous Post Next Post