মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা

মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা


অনলাইন ডেস্কঃ মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত কিশোরীর নাম আজিজা খাতুন। সে নরসিংদীর শিবপুর উপজেলার খনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

মেয়েটির বাবা আবদুস সাত্তার জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তার চাচি আজিজাকে সন্দেহ করেন। এর জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় আজিজার হাত বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিউটি বেগম। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় সে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, বিষয়টি আমরা শিবপুর থানাকে জানিয়েছি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Post a Comment

Previous Post Next Post