মেসির শততম গোলে জয় পেল বার্সেলোনা



স্পোর্টস ডেস্কঃ মেসির অসাধারণ কীর্তি 'শততম গোল' করার ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র ম্যাচে এদিন গ্রিক দল অলিম্পিয়াকোসের মুখোমুখি হয় বার্সা।

আর এদিনেই নিজের শততম গোলের মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনাইন অধিনায়ক। ফলে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আরনেস্টো ভালভার্ডের শিষ্যরা।
লিওনেল মেসি একটি গোল করার পাশাপাশি লুকাস ডিগনের করা অন্য গোলেও অবদান রাখেন। বাকি গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতি থেকে। যদিও ম্যাচের অধিকাংশ সময় ১০ জন ফুটবলার নিয়ে খেলে কাতালান ক্লাবটি।

Post a Comment

Previous Post Next Post