এবি একাই ম্যাচের চেহারা বদলে দিয়েছে: মাশরাফি

এবি একাই ম্যাচের চেহারা বদলে দিয়েছে: মাশরাফি


স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে অন্ধকার যেন কাটছেই না বাংলাদেশের। স্বগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে এরই মধ্যে সিরিজ থেকে ছিটকে পড়েছে টাইগাররা।

বুধবার প্রোটিয়াদের বিপক্ষে ৩৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ।
এ দিন দুর্দান্ত এক ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। ১০৪ বলে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচটা একাই জিতিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা ফর্মে থাকলে কাউকে দোষ দিয়ে লাভ নেই। ১০৪ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচটা জিততে চান মাশরাফি।

এসময় ম্যাশ আরও বলেন, বিস্ফোরক আর দুর্দান্ত ব্যাটিং করেছে এবি। সে একাই ম্যাচের চেহারা বদলে দিয়েছে। আমাদের কোনো সুযোগ দেয়নি সে।

তার মতো ব্যাটসম্যান এমন ফর্মে থাকলে বাকিদের আর কিছু করার থাকে না। ’
এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ৩৫৪ রানের কঠিন লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। সেখানে ২ ওভার ১ বল হাতে রেখে ২৪৯ রানেই গুটিয়ে যায় মাশরাফিরা।

Post a Comment

Previous Post Next Post