টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


অনলাইন ডেস্কঃ প্রোটিয়া সফরে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। টেস্টে মুশফিকুর রহিম, ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজা আর টি-টোয়েন্টিতে সাকিব দায়িত্ব নিলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনিঅ বাংলাদেশ। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বাংলাদেশ দুই দল এখন পর্যন্ত ৫টি টি-টোয়েন্টি খেলেছে প্রতিটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে পচেফস্ট্রুমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা অধিনায়ক সাকিব আল হাসান।

তবে সফরের শেষে টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রানে হারলেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বাংলাদেশ। এটাই শেষ ম্যাচে সাকিবকে দিচ্ছে জয়ের প্রেরণা। এ নিয়ে সাকিব বলেন, জয়ের বাইরে কোন ভাবনা নেই। অন্তত শেষ ম্যাচে এটাই তো আমাদের চাওয়া।

বাংলাদেশের একাদশ:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন,লিটন দাস, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

Post a Comment

Previous Post Next Post