অনলাইন ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশু নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মুকুসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার কানফোরদী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাগেরহাটের মংলাগামী দিগন্ত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮০৯৬) আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে জান্নাতী আক্তার নামে ১০ মাস বয়সী এক শিশু নিহত এবং ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে মুকুসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জান্নাতী আক্তার মারা যায়।
সূত্র আরো জানায়, নিহত জান্নাতী আক্তার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নগরকান্দার থানার ওসি এ এফ এম নাসিম জানান, চালক পালিয়ে গেছে। বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
