কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহমদ আলী (২০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সোমবার (৯ অক্টোবর) রাত ৯ টায় কুলাউড়া পৌরসভার সামনে ৩/৪ জন সন্ত্রাসী আহমদ আলীর রাস্তা গতিরোধ করে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে অাহত করে। দক্ষিণ বাজারের ব্যবসায়ী মাহমুদ আলীর ছেলে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া সদর হাসপাতালে পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন দায়িত্বরত ডাক্তার।
কুলাউড়া বাজারের স্থানীয় ব্যবসায়ীরা আসামিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।