শূন্য হাতে দেশে ফিরলেন টাইগাররা

শূন্য হাতে দেশে ফিরলেন টাইগাররা

অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা যে এতটা অসহায় হয়ে পড়বে তা হয়তো কেউই চিন্তা করেনি। প্রথমে টেস্ট সিরিজ, মাঝে ওয়ানডে ও শেষে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।

সব মিলিয়ে হতাশা ছাড়া আর কিছুই মেলেনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে।  গ্লানির এই সফর শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন টাইগাররা। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।
তবে প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের ব্যর্থতা এটাই প্রথম নয়। এর আগে, ২০০২ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করে টাইগাররা। তখনও সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। কিন্ত দল বদলে গেছে, তাই চাওয়াটাও একটু বেশিই ছিল। কিন্তু প্রায় ৪৫ দিন পর বাংলাদেশ দল দেশে ফিরলেও প্রাপ্তি বলে কিছুই আনতে পারেনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানে হারে বাংলাদেশ।

এরপর দ্বিতীয় টেস্টে হার ইনিংস ও ২৫৪ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার যথাক্রমে ১০ উইকেট, ১০৪ রান ও ২০০ রানে। আর প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা হেরেছিল ২০ রানে। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ও সফরের শেষ ম্যাচে ৮৩ রানে হারে বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post