অনলাইন ডেস্কঃ প্রধান বিচারপতি এসকে সিনহা অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে গেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এই কথা জানান। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এ দিন এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন রোগে অসুস্থ আছেন। এ জন্য তিনি ছুটিতে যেতেই পারেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত কাজে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।