‘মার্শাল’কে কেন্দ্র করে বিজেপি নেতার সঙ্গে বিবাদে ফারহান

‘মার্শাল’কে কেন্দ্র করে বিজেপি নেতার সঙ্গে বিবাদে ফারহান

বিনোদন ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে তামিল ছবি ‘মার্শাল’। ভারত সরকারের সমালোচনায় করা হয়েছে বলে এমনই অভিযোগে ছবি থেকে কয়েকটি সংলাপ বাদ দেওয়ার দাবি তোলে বিজেপি।
এরপর ছবির বাক স্বাধীনতার হস্তক্ষেপ করার অভিযোগ তুলে বিজেপির সমালোচনায় সরব হয় কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল।

তামিল সেই ছবি ‘মার্শাল’কে কেন্দ্র করে এবার বিজেপি নেতাদের সঙ্গে বিবাদে জড়ালেন বলিউড অভিনেতা-পরিচালক ফারহান আখতার। একের পর এক টুইট করে এই অভিনেতার সঙ্গে বাক-যুদ্ধে জড়ালেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশিরভাগ অভিনেতার বোধবুদ্ধি ও সাধারণ জ্ঞান অনেক কম হয় বলে মন্তব্য করেন নরসিমা রাও। তার এমন মন্তব্যের পরই চটে যান ফারহান আখতার। টুইট করে তার কড়া জবাবও দেন তিনি। ফারহান তার টুইটার হ্যান্ডেলে লেখেন, অভিনেতাদের সম্পর্কে এটাই আপনার ধারণা? আপনার সাহস হয় কি করে? শেম স্যার।

ফারহানের টুইটের জবাব দিতে দেরি করেননি নরসিমা রাও। তিনি অভিনেতাকে অসহিষ্ণু না হওয়ার পরামর্শ দেন।
সেই সঙ্গে তার সুউপদেশ, সমালোচনা গ্রহণ করতে শেখ।

Post a Comment

Previous Post Next Post