কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
অনলাইন ডেস্কঃ  কেনিয়ায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে একদল সশস্ত্র বন্দুকধারী। এতে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির টেকনিক্যাল ইউনিভার্সিটির মোম্বাসা ক্যাম্পাসে বন্দুকধারীরা কর্মকর্তা ও শিক্ষার্থীদের লক্ষ্য করে অর্তকিত গুলি চালায়। ক্যাম্পাসটি উপকূলীয় কূয়ালি কাউন্টিতে অবস্থিত। প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করে। এ সময় তাদের শরীরে রক্তের চিহ্ন দেখা যায়।

নিহত দুইজন বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। কেনিয়া-সোমালিয়া সীমান্ত ও কেনিয়ার উপকূলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আলশাবাব খুবই সক্রিয়। এর আগে ২০১৫ সালে কেনিয়ার গেরিসন শহরের একটি বিশ্ববিদ্যালয়ের আলশাবাবের হামলায় অন্তত ১৪৮ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post