মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর সদর ইউনিয়নের মজিদপুর গ্রামে শাহিনা বেগম(২০) নামে এক গৃহবধুর আত্মহননের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনা বেগম মজিদপুর গ্রামের দুবাই প্রবাসী জিতু মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাহিনা বেগমকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার কোন সুনির্দিষ্ট কারণ জানা না থাকায়, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৮ মাস আগে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের নুর মিয়ার ছেলে দুবাই প্রবাসি জিতু মিয়ার সাথে পারিবারিকভাবে টেংরা ইউনিয়নের কাছারি গ্রামের বাহরাইন প্রবাসি আব্দুল মন্নানের মেয়ে শাহিনার বিয়ে হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।