অনলাইন ডেস্কঃ জাপানে শক্তিশালী টাইফুন ‘ল্যান’-এর আঘাতে কমপক্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার দিনগত রাত ৩টার দিকে সিজুয়োকা শহরে ঘণ্টায় ১৯৮ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। খবর রয়টার্সের।
দেশটির আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালের দিকে রাজধানী টোকিওতে আঘাত হানতে পারে ‘ল্যান’। এ সময়টিই টোকিওতে সবচেয়ে ব্যস্ততম সময়।
খবরে বলা হয়, নিহতদের দুজনই ফুকুওকা শহরের বাসিন্দা।
সোমবার পুরো জাপানে প্রায় ৩০০টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রোববার বাতিল করা হয়েছিল ৫০০টি ফ্লাইট। এ ছাড়া কয়েকটি ট্রেন ও ফেরি চলাচলও বাতিল করা হয়েছে।
রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জাপানের অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
