এবার কোহলির প্রেমে পাগল বাঙালি নায়িকা

এবার কোহলির প্রেমে পাগল বাঙালি নায়িকা

অনলাইন ডেস্কঃ ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি! মাঠ হোক বা মাঠের বাইরে, বিরাট কোহলিই বর্তমানে ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’। আর এই কারণেই তার পেতে চান অনেক সুন্দরীই।
 
প্রমিলা ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত কিংবা অভিনেত্রী- কেউ বাদ যাননি তাকে পাওয়ার ইচ্ছা পোষণ করতে। যদিও আপাতত বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমেই হাবুডুবু খাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবর, যদিও সেই খবরেই অনেক তরুণীর হৃদয় ভেঙে চৌচির। তারপরও বিরাটের প্রতি এবার নিজের অনুরাগ ব্যক্ত করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রবাসী এই বঙ্গ সুন্দরী এমটিভি ভিজে হিসেবে বিখ্যাত। তারপর বলিউডে বছর চারেক আগে ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় আত্মপ্রকাশ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াকে প্রশ্ন করা হয়, কোন ব্যক্তিকে আপনার ‘হট’ মনে হয়? জবাবে অকপট ভঙ্গিতে রিয়া জানান, ‘‘বিরাট কোহলি! বিরাট যতবারই সেঞ্চুরি করে ততবারই ওঁকে আরও হট মনে হয়।

Post a Comment

Previous Post Next Post